hampi.in

Everything About Hampi!
read this page on mobile

হাম্পি, ভারত!

আজকের দিনের আমাদের পরিচিত হাম্পি সুদূর অতীতে মধ্যযুগীয় হিন্দু সাম্রাজ্য বিজয়নগর-এর (জয়ের শহর) রাজধানী ছিল।

ভারতবর্ষের কর্ণাটক রাজ্যে অবস্থিত হাম্পি বর্তমানে ইউনেস্কো-র (UNESCO) ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত দর্শনীয় স্থানগুলির অন্যতম।

ধ্বংসাবশেষে পরিণত হওয়া এ যুগের হাম্পি আজও সমান ভাবে মনোমুগ্ধকর। হাজার হাজার ভ্রমণার্থী ও তীর্থযাত্রী এই স্থানের টানে প্রতি বছর এখানে বেড়াতে আসেন। বিশালকায় সব প্রস্তরখণ্ড দ্বারা নির্মিত দিগন্তবিস্তৃত পর্বতমালা যেন হাম্পি'র চারপাশে এক অভূতপূর্ব দৃশ্যপট রচনা করেছে।

L

akshmi Narasimha Lakshmi Narasimha
এখানকার পাহাড়ি উপত্যকা জুড়ে ইতঃস্তত ছড়িয়ে আছে প্রায় ৫০০-টির অধিক মিনার বা স্মৃতিসৌধ। এগুলির মধ্যে রয়েছে মন্দিরের অপরূপ সৌন্দর্য, রাজপ্রাসাদের গর্ভগৃহ, কৃত্রিম সরোবরের অবশেষ, প্রাচীন বিপণীকেন্দ্র ও তার রাস্তা-ঘাট, রাজোদ্যান, যজ্ঞাগার, রাজ-মঞ্চ ও চৈত্য তথা কোষাগারের ভগ্নস্তূপ ইত্যাদি... বলাই বাহুল্য, এই তালিকা সীমাহীন। আর ঠিক সেই কারণেই, হাম্পি একদিকে যেমন ভ্রমণপিপাসু-দের কাছে স্বর্গস্বরূপ, তেমনই তীর্থযাত্রী-দের হৃদয়েও এক গভীর আনন্দের সঞ্চার ঘটায়।

ঐতিহাসিক এই স্থান-টির পরতে পরতে যেন লুকিয়ে আছে অনাবিষ্কৃত কতই না বিস্ময়। হাম্পির ভগ্নস্তূপ যেন পর্যটকদের কাছে নিজেকে মেলে ধরার চাইতে রহস্যের আবরণে ঢাকা পড়ে থাকতেই বেশী পছন্দ করে। হাম্পি'র এই উন্মুক্ত যাদুঘরে এরূপ দ্রষ্টব্য স্থানের সংখ্যা প্রচুর(১০০-টিরও বেশী! ) যেখানে ভিড় জমান অগুন্‌তি পর্যটক।

বিশদে জানতে, অনুগ্রহ করে 'হাম্পি রুইন্‌স্‌'-এর উপর নির্মিত এই ওয়েবসাইট-টির সাহায্য নিন। www.Hampi.in -এই ওয়েবসাইট-টিতে আপনি হাম্পি সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় তথ্য ও সাহায্য পেতে পারেন। উদাহরণ স্বরূপ, দ্রষ্টব্য সৌধ-স্থানগুলির বিশদ বিবরণ ও ফোটোগ্রাফ্‌স্‌; হাম্পি'র ধ্বংসাবশেষের প্রিন্টেব্‌ল মানচিত্র; বেড়াতে যাওয়ার খুঁটিনাটি; ভ্রমণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ; বিভিন্ন হোটেলের লোকেশন তথা হাম্পি-তে আপনার ভ্রমণসূচী এবং আরও নানা জ্ঞাতব্য বিষয় সম্পর্কে আপনাকে অবহিত করবে এই ওয়েবসাইট-টি।

মুখ্য ওয়েবপেজটি ইংরেজি-তে লিখিত। তবে সাধারণ পাঠকের সুবিধার্থে এই পেজ-টিতে হাম্পি সম্বন্ধীয় বিবিধ দরকারি ছবি ও ম্যাপ্‌ পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করা হয়েছে।

বাংলা ভাষান্তর: নির্মাল্য বিশ্বাস, ভারত
( Bengali translation courtesy: Nirmalya Biswas)

আপনার জানা যে কোন ভাষায় এই রচনাটি অনুবাদ করতে আগ্রহী হ'লে দয়া করে যোগাযোগ করুন।

hampi.in

Everything About Hampi!
--
Vijayanagara Coinage
--
Festivals

List of festivals in Hampi & months

--
Hampi Ruin
--
Hampi Photos
--
Hampi Photos 1

The landscape of Hampi is filled with unending array of carvings. Some may want to call it an open museum. The carvings of religious as well as secular theme are carved on boulders in its natural settings as well as into the manmade structures. The following depicts a sample collection of such images....

1